[email protected] মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
১৩ কার্তিক ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেটের নবজাগরণ: বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমকে সংবর্ধনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:১৯

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রাজশাহী বিভাগের নবনির্বাচিত পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ মুখলেসুর রহমান শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়াম -এ আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি বিসিবির পিচ কিউরেটর মি. গামেনি ডি সিলভার সঙ্গে স্টেডিয়ামটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মুখলেসুর রহমান শামীম জানান, জেলার ক্রিকেটের মানোন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। চাঁপাইনবাবগঞ্জে ঘরোয়া ক্রিকেট লিগ চালু ও মাঠের উন্নয়নের বিষয়ে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ছিল মাঠের প্রয়োজনীয় উন্নয়ন নির্ধারণ করা এবং সকলের পরামর্শে যত দ্রুত সম্ভব ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট সংগঠক, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন ক্রিকেট একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুখলেসুর রহমান শামীমের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। জেলার ক্রিকেটে এটি হতে পারে এক নতুন অধ্যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর