নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলার ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা নামে কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিবপুর গ্রামের রিয়াজ নিজের বীজতলা রক্ষায় ইঁদুর মারার জন্য রাতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে পাশের বীজতলায় কাজ করতে গিয়ে প্রবাসী নুরুল হুদা অসাবধানতাবশত ওই ফাঁদে স্পৃষ্ট হন।
তাকে দ্রুত উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ পলাতক রয়েছেন।
নিহতের শ্যালক মো. পারভেজ আলম জানান, কাতারপ্রবাসী হুদার ১২ ডিসেম্বর সৌদি আরব যাওয়ার ফ্লাইট নির্ধারিত ছিল।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ না দেওয়ার কথা জানালেও একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। চাইলে পরিবার নিয়মিত মামলাও করতে পারবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: