[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২

৩৫ ফুটের গর্তে পড়া ২ বছরের শিশুটি ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৪০

সংগৃহিত ছবি

রাজশাহীর তানোরে নিখোঁজ শিশু সাজিদকে টানা ৩২ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে তাকে মাটির নিচে ৪০ ফুট গভীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকারী দল বালতি নিয়ে গর্তের গভীরে নামেন।

সাজিদ বুধবার দুপুরে গভীর নলকূপ খনন করা গর্তে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর