রাজশাহীর মোহনপুর উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) মোহনপুরের আব্দুল্লাহ শপিং সেন্টারে আয়োজিত এই সভায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি অবসর গ্রহণের পরও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সদস্যদের অব্যাহত অবদানের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অবসরপ্রাপ্ত সদস্যরাও নিজ নিজ অবস্থান থেকে সমাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণমূলক সুবিধা আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: