শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর অবস্থান নেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তারা বিভিন্ন স্লোগান দেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী-নাটোর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
একই দাবিতে নগরীর তালাইমারী এলাকাতেও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা।
আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: