[email protected] সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

রাজশাহী-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৫

ছবিঃ আলোকিত গৌড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার আগে অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তিনি টানা পাঁচবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন স্থানীয় সরকার ব্যবস্থায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ ছাড়েন।

মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে নির্বাচনী মাঠে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনের জনগণের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। টানা পাঁচবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে জাতীয় সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কাজ করবেন বলে জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর