[email protected] সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

রাজশাহীর মোহনপুরে ফসলি জমি রক্ষায় অভিযান, ২টি এক্সকাভেটর অকেজো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর অকেজো করে দেওয়া হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত ১০টার দিকে মোহনপুর উপজেলার মতিহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার রাতে মতিহার এলাকায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কেটে নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর সহযোগিতায় মাটি কাটার কাজে ব্যবহৃত ০২ (দুটি) এক্সকাভেটর অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন আরও জানায়, ফসলি জমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অভিযানটি পরিচালনা করেন জোবায়দা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহনপুর, রাজশাহী।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর