আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন নিউজ ২৪-এর সাংবাদিক ও ক্যামেরাম্যান রঞ্জু আহমেদ রকি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান তার সহকর্মীরা। হাসপাতালে গিয়ে দেখা যায়, ভাঙা পায়ের তীব্র ব্যথায় তিনি ঠিকভাবে শুয়ে থাকতেও পারছেন না। শীতের কাঁপুনি আর শারীরিক যন্ত্রণার চাপ একসঙ্গে তার শরীর ও মনোবলকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে।
দীর্ঘদিন ধরে রাজশাহীর মিডিয়া পাড়ায় একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ক্যামেরাম্যান হিসেবে কাজ করে আসছেন রঞ্জু আহমেদ রকি। সংবাদ সংগ্রহের প্রয়োজনে দিন-রাত ছুটে বেড়ানো এই সংবাদকর্মী কখনো নিজের কষ্টের কথা ভাবেননি। তবে একটি আকস্মিক দুর্ঘটনা মুহূর্তেই তার স্বাভাবিক কর্মজীবন থামিয়ে দিয়েছে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর থেকে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়ায় নিয়মিত আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এতে করে চিকিৎসা ব্যয় বহন করা তার ও পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছে। আর্থিক সংকটে পড়ে তিনি এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।
রকির সঙ্গে সাক্ষাতের সময় সহকর্মীরা বলেন, এই কঠিন সময়ে সাংবাদিক রঞ্জু আহমেদ রকির পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সত্য তুলে ধরতে গিয়ে যিনি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন, আজ তার পাশে সমাজ ও সহকর্মীদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: