[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

রাজশাহীতে ট্রাকের চাপায় ৪ জন নিহত, কয়েকজন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, ১১:৪৯
আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৩:০১

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়লে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া থানার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকায় ঢুকে পথচারী ও কয়েকটি ছোট যানবাহনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতদের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর