[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদে রাজশাহীতে একযোগে চারটি এক্সকাভেটরে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, ১২:১৩

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে চারটি এক্সকাভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলি জমিতে জোর করে পুকুর খনন করা হচ্ছিল। এ বিষয়ে তারা আগেই দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর তিনি সেখানে অভিযান চালান। তবে কৃষকদের দাবি, ওই অভিযান ছিল লোকদেখানো। অভিযান শেষে প্রশাসনিক কর্মকর্তারা চলে গেলে আবারও গভীর রাতে পুকুর খননের কাজ শুরু হয়।

ভুক্তভোগী কৃষকেরা জানান, অভিযানের পরদিন সোমবার একযোগে চারটি নতুন এক্সকাভেটর এনে খননকাজ শুরু করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকেরা একজোট হয়ে খনন কাজে ব্যবহৃত এক্সকাভেটরগুলোতে আগুন ধরিয়ে দেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুর খননের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। সেখানে মোট পাঁচটি এক্সকাভেটর থাকলেও তিনটিতে আগুন দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০ বিঘা ফসলি জমি ঘিরে পুকুর খনন করা হচ্ছিল।

কৃষকদের অভিযোগ, পুকুর খননকারীরা পার্শ্ববর্তী তাহেরপুর পৌরসভা এলাকার বাসিন্দা এবং তারা প্রভাবশালী হওয়ায় প্রশাসনের কার্যকর ব্যবস্থা না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ঝিনাইয়ের মোড়, কয়ামাজমপুর, সুখানদিঘি, উজানখলসী ও মাড়িয়াসহ একাধিক এলাকায় ফসলি জমিতে পুকুর খননের কাজ চলমান রয়েছে। প্রশাসনের অভিযানের পর এসব কাজ সাময়িকভাবে বন্ধ হলেও পরে আবার শুরু হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর