[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

রাজশাহীর মোহনপুরে অটোগাড়ি–ট্রলি সংঘর্ষে ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ২৩:৫৫

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোগাড়ির সঙ্গে কাঠবোঝাই ট্রলির সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট–ভবানীগঞ্জ সড়কের হরিদাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোগাড়ি কেশরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে অটোগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোগাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর