শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
স্মারকলিপিতে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বেতন স্কেলের ৪০ থেকে ৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ মোট ছয়টি দাবী উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, আমি আপনাদের দাদিসমূহ প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর ব্যবস্থা করবো।
এ সময় শিক্ষকরা নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচাল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী, শাহ নেয়ামাতউল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাম্পের মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, শিবগঞ্জ এর প্রভাষক মোঃ বাবুল আখতার, রহনপুর মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ মোত্তালেব হোসেন, নামোশংকরবাটি কলেজ এর সহকারী অধ্যাপক মোহাঃ ফিরোজ কবির, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সারোয়ার এবং নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: