alokitogour@gmail.com বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

কোনো নির্দোষ ব্যক্তি যেন অসম্মানিত না হয় সে বিষয়টিও খেয়াল রাখব।

রাবিতে নতুন 'অভিযোগ কমিটি' গঠন, যৌন হয়রানি–নিপীড়ন রোধের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিধন বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ তৈরী করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন এবং সদস্যসচিব হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন–রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক, অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. রুস্তম উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩ তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তের প্রেক্ষিতে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক দিল আরা হোসেন গণমাধ্যমকে জানান, ‘সেলে জমাকৃত অভিযোগগুলো তদন্ত করে আমরা দোষীদের আইনগত পদ্ধতিতে শাস্তির সুপারিশ করব। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন অসম্মানিত না হয় সে বিষয়টিও খেয়াল রাখব। কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে আমরা সুষ্ঠু তদন্ত করব।’

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর