[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শের-ই-বাংলা মেডিকেল কলেজের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১৫:৫২
আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৫:১০

ছবিঃসংগ্রহীত

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি স্টোর রুমে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে আড়াই ঘণ্টা পর। রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি স্টোর রুমে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বেলাল উদ্দিন বলেন, হাসপাতালের অভ্যন্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কিছু ধোয়া এখনো আছে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আমরা সকাল ৯টা ৩ মিনিটে আগুনের খবর পাই। ৯টা ৬ মিনিটে এসে কাজ শুরু করি। সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

 

হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, আগুনের কারণে মালামাল পুড়লেও কোনো রোগী ক্ষতিগ্রস্ত হননি। তবে আতঙ্কে কেউ মারা গেছেন কিনা তা এখনো জানা যায়নি।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর