[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

কুমিল্লার চান্দিনায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা।

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০০:৪৬

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন

শুক্রবার সকালে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লার চান্দিনায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। শুক্রবার সকালে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও মালিকপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক থেকে সরে যান আন্দোলনরত শ্রমিকরা।

উক্ত গার্মেন্টসের একাধিক শ্রমিক বলেন, পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। এখানে সব সময় এক মাসের বেতন আটকে রাখা হয়। মাঝে মধ্যেই ৩-৪ মাসের করে বেতন আটকে রাখে। ওভারটাইমের টাকাও কেটে নেয়। ঈদের মাত্র ২ দিন বাকি থাকলেও এখনো ২ মাসের বেতন বকেয়া বাকি, বোনাসও দেয় নাই। ঈদ করবো কিভাবে?

এ বিষয়ে কথা বলতে ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুপাশেই অন্তত ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে ঘরমুখো যাত্রী ও চালক-শ্রমিকরা।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের সোয়াইব বলেন, আজই তাদের বেতন ও বোনাস নিশ্চিত করা হবে। অনেক চেষ্টার পর শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেছে।

ইই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর