[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আর চলবে না “কৃষিপণ্য স্পেশাল ট্রেন”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪, ১৯:০৫

সংগৃহিত ছবি

কাঙ্ক্ষিত কৃষিপণ্য পরিবহণে পর্যাপ্ত সাড়া না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে ট্রেনটি আর চলবে না।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল চিফ কমার্সিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।
গত শনিবার চালু হওয়া ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনও কৃষি পণ্য পায়নি। ফলে খালি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই প্রসঙ্গে রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্সিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর