নোয়াখালীর চাটখিল উপজেলায় পরিচালিত সামাজিক সংগঠন ভলান্টারী ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে রবিবার (০৩ নভেম্বর) দিনভর বিনামূল্যে ব্লাডগ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। চাটখিল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই ক্যাম্পে ৩ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
সকালে ব্লাডগ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন চাটখিল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন লাল দাস। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মন্ডলীর সদস্য সাহেদ শেখ, খোকন, দিপন চন্দ্র শিল, লিপু রহমান, কার্যনির্বাহী কমিটির সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক ওয়াসিম পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক মিরাজ চৌধুরী, নির্বাহী সদস্য আরিফ হোসেন কামাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: