সুস্থ পরিবেশ গড়ি, ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি স্লোগানে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল-সন্ধ্যা প্রচারাভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে চাটখিলে প্রচারাভিযা
সুস্থ পরিবেশ গড়ি, ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি স্লোগানে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল-সন্ধ্যা প্রচারাভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দিক নিদের্শনা দেওয়া হয়।
সভায় চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, চাটখিল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আলম চৌধুরী, বিদ্যুৎ বিভাগের চাটখিল জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দীন মোশাহেদুল্লাহ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নোয়াখালী যুব রেডক্রিসেন্ট চাটখিল উপজেলা টিম চাটখিল মহিলা ডিগ্রি কলেজ, চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ, ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করে। সন্ধ্যায় চাটখিল পৌর বাজার সহ বিভিন্ন পাড়া-মহল্লায় যুব সদস্যরা প্রচারাভিযান পরিচালনা করে। প্রচারাভিযানে নোয়াখালী যুব রেডক্রিসেন্ট চাটখিল উপজেলা টিম লিডার আবিদ রহমান নেতৃত্ব দেন। তার সঙ্গে স্বেচ্ছাসেবী সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনরাত প্রচারাভিযান পরিচালনা করে আসছে। আবিদ রহমান মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে চাটখিল পৌর বাজারে প্রচারাভিযান পরিচালনাকালে জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: