[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাটখিলে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬

ছবি: আলোকিত গৌড়

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় নোয়াখালীর চাটখিলে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

জয়িতারা হলেন নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী লুৎফুন নাহার, সফল জননী নারী নাজমা জাহান, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হাসিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নাজমা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মালেকা হুরাইন পারভীন।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে এই সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


(রুবেল হোসেন)
চাটখিল, নোয়াখালী।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর