[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪, ১৬:০৪

সংগৃহিত ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা শিক্ষককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ক্যাম্প-১১-এর এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং অপরজন টেকনাফের লেদা এলাকার বাঙালি মো. আলম ও রোহিঙ্গা সাহারা খাতুন দম্পতির ছেলে সিফাত (১৩)।

এদিকে আজ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা শিক্ষককে ডি ব্লকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রোহিঙ্গা ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নুর মোহাম্মদ (৩০)। পেশায় তিনি ক্যাম্পের একটি মক্তবের শিক্ষক।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর