[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৫ ঘণ্টা পর বিরিয়ানি খেয়ে অনশন ভাঙলেন চবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫২

সংগৃহিত ছবি

প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পোষ্য কোটা বাতিলের আশ্বাস পাননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে, আশ্বাস না পেলেও প্রশাসনের অনুরোধে বিরিয়ানি খাওয়ার মাধ্যমে প্রায় ১৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমরণ অনশনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আট শিক্ষার্থী।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত শেষ রাত দেড়টার দিকে প্রশাসনের পক্ষ থেকে অনশনকারীদের কাছ থেকে রোববার পর্যন্ত সময় চান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন অনশনকারী ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রশীদুল হক দিনার।

রশীদুল হক দিনার বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই ভাই শহীদ হয়েছেন। আমরা চাই না চবিতে পোষ্য কোটা থাকুক। তাই, আমরা পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে আমরণ অনশনের সিদ্ধান্ত নিই। এরই মধ্যে প্রশাসন বারবার আমাদের অনশন ভাঙানোর চেষ্টা করলেও আমরা সিদ্ধান্তে অটল থাকি।

তিনি আরও বলেন, অনশনের প্রায় ১৫ ঘণ্টা পর রাত ১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে আবারও প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা আমাদের কাছে আসেন। অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে রোববার পর্যন্ত সময় চান তারা। আমরা প্রশাসনকে আগামী রোববার পর্যন্ত সময় দিয়ে অনশন ভাঙি। রোববারের মধ্যে দাবি আদায় না হলে আমরা সোমবার থেকে আবারও অনশনে বসবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, পোষ্য কোটা বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে না বসে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেজন্য আমরা শিক্ষার্থীদের কাছ থেকে রোববার পর্যন্ত সময় চেয়েছি। তারা রাত দেড়টার দিকে আমাদের অনুরোধ মেনে নিয়ে অনশন ভেঙেছে।

এর আগে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে কয়েক দফা ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাসহ আরও অনেকেই। কিন্তু কেউ তাদের অনশন ভাঙাতে সফল হননি। কিন্তু রাত প্রায় ৩টার দিকে অনশনকারীরা প্রশাসন থেকে আশ্বাস পেলে প্রায় ১৫ ঘণ্টা পর তারা অনশন ভাঙেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর