[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করবে সেনাবাহিনী, লিখিত নিশ্চয়তার দাবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

সংগৃহিত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া আগামী তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে উপাচার্য এ তথ্য জানান।

উপাচার্য বলেন, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। সেনাবাহিনী ইতোমধ্যে সম্মতি দিয়েছে। আগামী রোববার তারা ক্যাম্পাস পরিদর্শন করবেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে।

তিনি আরও বলেন, কি প্রক্রিয়ায় প্রকল্পটি সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা যায় তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল বেইজড স্ট্রাকচারের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়টিও আলোচনা হয়েছে।

সেনাবাহিনীর নিকট প্রকল্প হস্তান্তর প্রক্রিয়া নির্ধারণে গঠিত কমিটি সকাল ১০টা ৪৫ মিনিটে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের সাথে একটি সভা আয়োজন করে। দ্বিতীয় এ সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পতম সময়ে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানা যায়। তবে শিক্ষার্থীরা লিখিত নিশ্চয়তার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর