[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪, ১৭:০৪

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।

 তবে এসময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ গণমাধ্যমকে জানান, আগামীকাল বুধবার থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত টানা ছয় দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৫ অক্টোবর সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

তিনি আরোও জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে চিঠি দিয়ে জানিয়েছেন ভারতের মহদিপুর স্থলবন্দরের রফতানিকাররা।

তবে এ সময় বন্দরে থাকা আমদানি করা পণ্য লোড-আনলোডের কাজ চলবে বলেও জানান তিনি।
সূত্র-নয়া দিগন্ত

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর