বাংলাদেশি পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে আইপিএলসংক্রান্ত সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আলোকিত গৌড়ের সম্পাদকীয় বোর্ড আইপিএলের সব সংবাদ বর্জনের ঘোষণা দেয়।
উল্লেখ্য, বিসিসিআইয়ের অনুরোধেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আইপিএলের বাকি অংশে খেলার অনুমতি পেয়ে গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরের দলে নাম লেখান তিনি।
আগামী ২৬ মার্চ আইপিএল শুরুর আগেই কেকেআর দলে যোগ দেওয়ার কথা থাকলেও হঠাৎ করেই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে।
এ বিষয়ে বিসিবিকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। বিসিবির এক কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে জানানো হলে প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতিও দেওয়া হবে।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে অংশ নেওয়া সাত বাংলাদেশির মধ্যে একমাত্র মোস্তাফিজই দল পান এবং তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটারের রেকর্ড গড়েন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: