সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবিতে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়গুলো তালাবদ্ধ রাখা হচ্ছে এবং উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃত্ব মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে জানায়, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও গত ২২ দিনে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ কারণে সহকারী শিক্ষকরা বাধ্য হয়ে ‘কমপ্লিট শাটডাউন’-এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
সংগঠনটির তিন দফা দাবি হলো—
• সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ
• ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা
• সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা
শিক্ষক নেতারা বলেন, এই তিন দফা বাস্তবায়ন না হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা আরও গভীর হবে। দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: