[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

২০২৬ শিক্ষাবর্ষের

অষ্টম শ্রেণির বাংলা বই থেকে বাদ ৭ মার্চের ভাষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬, ২২:১২

পরিবর্তনের আগের ও পরের ৮ম শ্রেণির পাঠ্যবই। ছবিঃ সংগৃহিত

২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যবই বিতরণ শুরু হলেও মাধ্যমিকের সব শিক্ষার্থী এখনো বই হাতে পায়নি। প্রাথমিকের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বই পেলেও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই সংকট থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, মাধ্যমিকের পাঠ্যবইগুলোর অনলাইন সংস্করণ প্রকাশ করা হয়েছে।

নতুন পাঠ্যবই পর্যালোচনায় দেখা গেছে, অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবই ‘সাহিত্য কণিকা’ থেকে শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত পাঠ্যবইটিতে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে ভাষণটি গদ্যাংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

এবারের সংস্করণে গদ্যাংশের সংখ্যা ১২ থেকে কমে ১১টিতে দাঁড়িয়েছে। পাঠ্যবইয়ে থাকা অন্যান্য গদ্যের মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথির স্মৃতি, কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত, মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি, মমতাজউদদীন আহমদের সুখী মানুষ, মুস্তাফা মনোয়ারের শিল্পকলার নানা দিক, বিপ্রদাশ বড়ুয়ার মংডুর পথে, শামসুজ্জামান খানের বাংলা নববর্ষ, হুমায়ুন আজাদের বাংলা ভাষার জন্মকথা এবং গণঅভ্যুত্থানের কথা।

তবে কবিতাংশে কোনো পরিবর্তন হয়নি। আগের মতো এবারও ১৩টি কবিতা রাখা হয়েছে।

এনসিটিবি সূত্র জানায়, আগে পাঠ্যবইটির ৩১ থেকে ৩৬ পৃষ্ঠাজুড়ে ৭ মার্চের ভাষণটি সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইয়ে ব্যাপক পরিমার্জনের অংশ হিসেবে এবার সেটি বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, বাংলা পাঠ্যবইয়ে মূলত কবিতা ও প্রবন্ধ সংকলিত থাকে। ৭ মার্চের ভাষণ শুরু থেকেই বাংলা বইয়ের স্থায়ী অংশ ছিল না। মাঝামাঝি সময়ে এটি যুক্ত করা হয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ৭ মার্চের ভাষণের বর্ণনা রয়েছে, তবে ভাষণটি হুবহু নেই। একইভাবে পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণাপত্রও পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর