ইসলামের প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠা দেখিয়ে চলেছেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। একসময় সংগীত ও অভিনয় জগতে ব্যস্ত থাকলেও বর্তমানে তিনি ইসলামিক চর্চা ও প্রচারে নিজেকে নিয়োজিত করেছেন। তার ইউটিউব চ্যানেলে নিয়মিত ইসলামিক পডকাস্ট আয়োজিত হয়, যেখানে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। তামিম মৃধার এই উদ্যোগ দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে ইসলামের পথে অনুপ্রাণিত করছে।
এই ধারাবাহিকতায়, কৃষ্ণনগর গ্রামে ঈদের নামাজকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত (০৭ মার্চ) জুম্মার নামাজের পর কৃষ্ণনগরের সাতটি মসজিদের প্রতিনিধি ও গ্রামবাসীরা এক আলোচনা সভায় মিলিত হন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, এবারের ঈদের নামাজ আলাদা আলাদা ঈদগাহে না পড়ে একসঙ্গে ঈদগাহ মাঠে আদায় করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে গ্রামের মুসল্লিরা আরও বেশি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চর্চা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
তামিম মৃধা তার ভেরিফাইড ফেসবুক পেজে রবিবার (০৯ মার্চ) এই উদ্যোগের কথা জানিয়ে লিখেন, "আমাদের কাজ করতে হবে যুবকদের শক্তিতে ও বুজুর্গের পরামর্শে। আলহামদুলিল্লাহ! গতকাল আমার গ্রাম কৃষ্ণনগরের সাতটি মসজিদের প্রতিনিধিদের নিয়ে জুম্মার পর আলোচনা সভা ডাকা হয়। সেখানে সবাই একমত হয়েছেন যে, এবারের ঈদের নামাজ আলাদা সাতটি মসজিদে না পড়ে একসঙ্গে ঈদগাহ মাঠে পড়া হবে। স্থান: কৃষ্ণনগর প্রাইমারি স্কুলের সামনে। সকলের সমর্থন ও সহযোগিতা কাম্য। আল্লাহ আমাদের উদ্যোগ কবুল করুন।"
এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মুসল্লিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানানো হয়েছে, যাতে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হতে পারে।
তামিম মৃধার ইসলামিক চর্চা ও প্রচারের এই ধারা দেশের তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক পথে চলতে অনুপ্রাণিত করছে। তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: