২০১৭ সালে যাত্রা শুরু করা জনপ্রিয় ধারাবাহিক "ব্যাচেলর পয়েন্ট" দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। নির্মাতা কাজল আরেফিন অমির এই সিরিজটি চারটি সিজন জুড়ে দর্শকদের নিয়ে গেছে আনন্দ, দুঃখ আর আবেগের এক অভাবনীয় যাত্রায়। ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্বের মাধ্যমে সিজন ৪-এর সমাপ্তি ঘটে, কিন্তু দর্শকদের আগ্রহ এখনও অটুট।
প্রতিটি সিজনে পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরার মতো চরিত্রগুলো দর্শকদের মনে স্থায়ী আসন গেড়েছে। তাই সিজন ৫ কবে আসবে—এটি নিয়ে উৎসুক দর্শকদের প্রশ্নের শেষ নেই। গত দুই বছর ধরে নির্মাতাকে বারবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হয়েছে।
অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, সিজন ৫-এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে খুব শিগগিরই। তিনি দর্শকদের আর অপেক্ষা করাতে চান না এবং শীঘ্রই সুখবর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখের অসাধারণ অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজটি বাংলা নাটকের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে।
দর্শকদের জন্য অপেক্ষা এখন শুধু সিজন ৫-এর আনুষ্ঠানিক ঘোষণার!
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: