[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৮ ভাদ্র ১৪৩২

জীবনসঙ্গী খুঁজছেন তামান্না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২২:২০

ফাইল ছবি

কখনো বিজয় বর্মার হাত ধরে প্রতিটি অনুষ্ঠানে হাজির হতেন তামান্না ভাটিয়া। প্রেম ছিল চোখে হারানো। কিন্তু শেষ পর্যন্ত সে সম্পর্ক টিকল না। বিয়ের প্রস্তাব নিয়ে মতপার্থক্যই নাকি ভাঙনের কারণ। তামান্না সংসার পেতে চাইলেও বিজয় সে পথে হাঁটতে রাজি ছিলেন না।

বিচ্ছেদের পর দুজনই নীরব থেকেছেন। বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা উঠলেও তামান্না বিচ্ছেদ-যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন বলে জানা গেছে। তবে ভালোবাসার ওপর আস্থা একেবারেই হারাননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন করে জীবনের সঙ্গী খোঁজার ইঙ্গিত দেন এই অভিনেত্রী। তামান্নার ভাষায়

আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এমন কাউকে চাই, যার মনে হবেপূর্বজন্মে কত পুণ্য করেছি যে আমাকে পেয়েছে। জানি না, সেই সুখী পুরুষটি কে হবেন; তবে আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।”

এমন বক্তব্যে নেটিজেনদের প্রশ্নতাহলে কি পরোক্ষভাবে বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি মেনে নিলেন তামান্না? একইসঙ্গে কি নতুন প্রেমের খোঁজে রয়েছেন তিনি?এর উত্তর লুকিয়ে ভবিষ্যতেই।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর