ভালোবাসা একসময় যেমন উচ্ছ্বাসে ভরে ওঠে, শেষটা তেমনি হতে পারে নিঃশব্দ, ভাঙা, তিক্ত। সম্পর্ক শেষ হলে মানুষ ভাবে সব শেষ। কিন্তু সত্যি বলতে কী, কিছুই শেষ হয় না। রাগ, কষ্ট, অপূর্ণতা, আফসোস সবই থেকে যায় মনের ভেতর। সময় পেরিয়ে গেলেও সেটা বুকের কোথাও ভার হয়ে চেপে থাকে।
এই দিনটি মনে করিয়ে দেয়, তুমি চাইলে মুক্তি পেতে পারো। কারও কাছে গিয়ে কিছু বলার দরকার নেই, কোনো কল, কোনো বার্তা নয়। শুধু নিজের মনে বলো, “আমি তোমায় ক্ষমা করলাম।”
ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং মেনে নেওয়া, সবকিছু যেমন হয়েছে, তেমনটাই হওয়ার ছিল। ক্ষমা মানে নিজেকে মুক্ত করা, সেই ভার নামিয়ে ফেলা, যা এতদিন ধরে তুমি টেনে নিয়ে বেড়াচ্ছিলে।
মনোবিজ্ঞানীরা বলেন, রাগ আর অভিমানই আমাদের শান্তি কেড়ে নেয়। কিন্তু যেদিন তুমি সত্যি মনে মনে কাউকে ক্ষমা করে দাও, সেদিন তুমি নিজেই একটু হালকা হয়ে যাও, একটু শান্ত হয়ে যাও।
আজ হয়তো সেই দিন, যেদিন তুমি নিজের কাছে সত্যি বলবে, “যা হয়েছে, ভালোই হয়েছে। তুমি তোমার মতো ভালো থেকো, আমি আমার শান্তি খুঁজে নিলাম।”
তুমি জানো, ক্ষমা করলে সে বদলাবে না, তুমি বদলে যাবে। আর সেটাই আসল মুক্তি।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: