[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

আজ বছরের শেষ সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬

ফাইল ছবি

বছরের শেষ সূর্যগ্রহণ আজ (রবিবার) রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে আংশিক সূর্যগ্রহণ বা খণ্ডগ্ৰাস সূর্যগ্রহণ।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থানকালে চাঁদ যদি সূর্যের কেবল একটি অংশ ঢেকে ফেলে, তখন আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় সূর্য আংশিকভাবে ঢাকা অবস্থায় থাকে এবং উপচ্ছায়ার প্রভাব বেশি হয়।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। অর্থাৎ মোট স্থায়িত্বকাল হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

তবে বাংলাদেশ থেকে গ্রহণ দেখা যাবে না। কেবল নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে বসবাসকারীরা আংশিক সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন।

কেন্দ্রীয় গতিপথ অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্রের দক্ষিণ-পশ্চিমে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর