যদিও প্রতিদিনই স্ত্রীর প্রশংসা করার কথা, তবুও প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রীর প্রশংসা দিবস। বিশেষ এই দিনে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়।
২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন দেশে এ দিবস পালিত হচ্ছে। যদিও দিবসটির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, তবে মূল উদ্দেশ্য হলো স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
অনেক পুরুষ আছেন, যারা প্রতিদিনই স্ত্রীকে প্রশংসা করেন। এতে সম্পর্ক হয় সুন্দর ও মধুর। তবে অনেকেই মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে প্রকাশ করতে পারেন না। তাদের জন্যই এই দিনটি হতে পারে স্ত্রীকে ভালোবাসা ও সম্মান জানানোর বিশেষ উপলক্ষ।
দিবসটি উদযাপনের অন্যতম উপায় হলো স্ত্রীকে উপহার দেওয়া। সেটা হতে পারে ফুলের তোড়া, বই, পোশাক, গয়না কিংবা প্রিয় কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়া। ছোট্ট একটি উপহার কিংবা প্রশংসার বাক্যও সহজেই স্ত্রীকে বিশেষ অনুভূতি দিতে পারে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: