ডেঙ্গু ও করোনার মতো জ্বরজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় টাইফয়েড জ্বর প্রতিরোধে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছর বয়সী—অথবা ৯ম শ্রেণি পর্যন্ত—সব শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায়, দেশের সব জেলায় একযোগে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ শাহাবউদ্দিন খান জানান, “সেপ্টেম্বরের প্রথম দিকেই এই টিকা কার্যক্রম শুরু হবে। শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে আমরা জাতীয় পর্যায়ে এই উদ্যোগ নিচ্ছি।”
তিনি আরও জানান, টিকা পেতে হলে অবশ্যই প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। তাই অভিভাবকদের এখনই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে ইপিআই।
সরকার আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টাইফয়েড সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং শিশুরা আরও সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: