[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

যুদ্ধ বিরতি ভঙ্গ করে

ইসরায়েলি বিমান হামলায় গাজার প্রধানমন্ত্রী ও তিন উচ্চপদস্থ কর্মকর্তা শহীদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০০:০৯
আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০১:০৩

সংগৃহিত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে শহীদ করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল।

এই হামলায় ইশাম দা-লিস শহীদ হন। গাজায় তার পদবী ছিল ‘সরকারের কার্যক্রম তদারকি’ কমিটির প্রধান। এটি প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ বলে উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইশাম দা-লিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান শহীদ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এই চার নেতাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, হামাসের মধ্যম সারির কমান্ডাররাও এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক কাঠামোর ওপর বড় ধরনের আঘাত হানা, যাতে গাজায় তাদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি না হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর