বুধবার (১০ জুলাই) বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।
নিউজ ডেস্ক: বুধবার (১০ জুলাই) বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।
এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এসব জেলায় বজ্রাঘাতে ঝলসে গেছে ১২ জনেরও বেশি।
প্রতিবেদন মতে, মৃতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছেন তারা।
ভারতের আবহাওয়া দফতর অবশ্য উত্তরপ্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী ৫ দিন আরও ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে।
রাজ্যের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন: