[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজায় ভয়াবহ হামলার পর মন্ত্রিসভায় ফিরলেন যুদ্ধবিরতির প্রতিবাদে পদত্যাগ করা বেন-গভির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৩:১৭

ফাইল ছবি

ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরকে পুনরায় জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়।

বেন-গভির ২০১৯ সাল থেকে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইয়েহুদিত (জিউইশ পাওয়ার) এর নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।

তার প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েল গাজায় আকস্মিক বিমান হামলা চালিয়ে ৪০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক হামলা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকার সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী এমকে ইতামার বেন-গভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেন-গভিরের পুনঃনিয়োগ নিয়ে ইসরায়েলি রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার পূর্ববর্তী মন্ত্রিত্বকালে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য সমালোচিত হয়েছিলেন। মন্ত্রিসভায় তিনি নতুন করে ফেরার ফলে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের নিরাপত্তা নীতিতে আরও কঠোর অবস্থান গ্রহণ করবেন তিনি এবং আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে গাজা।

খবর আল জাজিরার।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর