গাজায় যুদ্ধ বন্ধ এবং বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জনসহ মোট ২৫০ জিম্মির পরিবারের সদস্যরা।
চিঠিতে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে, যাতে বাকি ৫৯ জন জিম্মির জীবন রক্ষা করা যায়।
পরিবারগুলো সতর্ক করে বলেছেন, “যদি আলোচনা না করা হয়, তাহলে জীবিত জিম্মিদের হত্যা করা হতে পারে।”
চিঠিতে আরও বলা হয়েছে, “এই চিঠিটি রক্ত ও অশ্রু দিয়ে লেখা। আমাদের প্রিয়জনরা বন্দিদশায় নিহত হয়েছেন এবং আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। আলোচনার মাধ্যমে সব জিম্মিদের মুক্তি দিন। সামরিক চাপ তাদের জীবন ঝুঁকিতে ফেলছে।”
চিঠিতে সরকারের কঠোর সমালোচনা করে বলা হয়েছে, “জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে জরুরি কিছু নেই। আপনারা ৫৯ জন জিম্মিকে বলি দেওয়ার এখতিয়ার রাখেন না।"
চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে ৪২ দিনব্যাপী যুদ্ধবিরতি হয়।
হামাস: ৩০ জন জীবিত জিম্মি এবং ৮ জনের মৃতদেহ ফেরত দেয়।
ইসরায়েল: প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।
পরিবারগুলো দ্রুত যুদ্ধ বন্ধ এবং আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন, যাতে আর কোনো জিম্মিকে বলিদান দিতে না হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: