ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন জানাতে এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, দক্ষিণ কোরিয়ায় রবিবার (২৩ মার্চ) একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে কোরিয়া মুসলিম কমিউনিটি।
কোরিয়া মুসলিম কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, “ফিলিস্তিন রক্তাক্ত, গাজা জ্বলছে, অথচ বিশ্ব নিরব দর্শকের মতো দেখছে। ইসরায়েল নিরীহ মানুষদের হত্যা করছে, বোমাগুলো ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলের উপর পড়ছে। মায়েরা তাদের শিশুর নিথর দেহ আলিঙ্গন করছেন, পিতারা ধ্বংসস্তুপের নিচে তাদের পরিবারের সন্ধান করছেন। এক মুহূর্তে সম্পূর্ণ পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।”
তারা বলেন, “আপনার কষ্ট আমাদের কষ্ট, আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম, আপনার স্বাধীনতা আমাদের লক্ষ্য।”
প্রতিবাদকারীরা তাদের চারটি দাবি পেশ করেছেন:
১. ইসরায়েলকে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে। ২. ইসরায়েলকে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। ৩. বিশ্বকে ইসরায়েলের যুদ্ধাপরাধের শাস্তি দিতে হবে। ৪. ফিলিস্তিন স্বাধীন হতে হবে।
এ প্রতিবাদ মিছিলে কোরিয়া মুসলিম কমিউনিটি তাদের শক্তিশালী অবস্থান তুলে ধরে, গাজার জনগণের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: