ইসরায়েল গাজা সীমান্তের কাছাকাছি একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির অর্থনৈতিক কমিটি ইতোমধ্যেই এই প্রকল্পের অনুমোদন দিয়েছে।
ইসরায়েলের দক্ষিণে নেভটিম শহরে বিমানবন্দরটি নির্মাণের পরিকল্পনা চলছে, যা গাজা সীমান্ত থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে। পরিকল্পিত বিমানবন্দরের কাছেই ইসরায়েলি বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন আছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য এখন শুধু ইসরায়েলের পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ সংঘাতে নারী ও শিশুসহ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও জানুয়ারিতে কাতার, আমেরিকা এবং মিশরের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে বর্তমানে নতুন করে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়েছে এবং পাল্টা আক্রমণ চালাচ্ছে হামাস।
এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইসরায়েল গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণে অগ্রসর হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: