ভারতের বিহার রাজ্যে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনায় গত০ বুধবার ও বৃহস্পতিবার মোট ২৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু নালন্দা জেলাতেই ১৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়। পরের দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবারও বজ্রপাত ও শিলাবৃষ্টিতে আরও ১২ জন নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
রাজ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নালন্দায় ১৮ জনের মৃত্যু ছাড়াও সিওয়ানে ২ জন এবং কাটিহার, দারভাঙ্গা, বেগুসরাই, ভাগলপুর ও জেহানাবাদে ১ জন করে নিহত হয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বিহারের দারভাঙ্গা, পশ্চিম চম্পারণ, গয়া, নালন্দা, পাটনাসহ কয়েকটি জেলায় "কমলা সতর্কতা" জারি করেছে। শুক্রবার ও শনিবার এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, কিছু জায়গায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত হতে পারে।
এদিকে, বৃহস্পতিবার পাটনায় ভারী বৃষ্টির পর অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরটিতে সন্ধ্যা ৫.৩০টা পর্যন্ত ৪২.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসন দাবি করেছে, জলাবদ্ধতা দ্রুত সরানো হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: