মিয়ানমারে গত কয়েক দিন ধরে চলা ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চলার মধ্যেই শুক্রবার (১০ এপ্রিল) সকালে আবারও ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।
এর আগে, গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের উত্তরাঞ্চলে শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। কম্পনটির পর একাধিক আফটার শক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।
এর আগে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারের মান্দালয় শহর থেকে ১৭ কিলোমিটার দূরে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
এদিকে, ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে এখনও উদ্ধারকারী দলগুলো ত্রাণ ও পুনর্বাসন কাজ চালিয়ে যাচ্ছে। বারবার ভূমিকম্পের আঘাতে স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: