গাজিয়াবাদ, ভারত – সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজনের প্রেমিকাকে ফলো করার ঘটনাকে কেন্দ্রে করে এক যুবককে হত্যা করা হয়েছে। উত্তপ্ত বিতর্কের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটে। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সংঘটিত এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ বছর বয়সী রেহান তার বন্ধু ওয়াশিমের প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় ক্ষুব্ধ হন ওয়াশিম ও তার অন্য বন্ধুরা। এই বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্কের পর ওয়াশিম, সাহিল ও রাহিল রেহানকে হত্যার পরিকল্পনা করে।
পুলিশ জানিয়েছে, ওয়াশিম ও তার সঙ্গীরা রেহানকে গাজিয়াবাদের ভাতিউরে ডেকে নিয়ে যায়। সেখানে সাহিল রেহানের হাত চেপে ধরে, আর ওয়াশিম তাকে ছুরিকাঘাত করে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের পর রেহানের মরদেহ ইলাইচাইপুর গ্রামে ফেলে রাখা হয়।
মঙ্গলবার দিল্লির বাসিন্দা রেহানের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ওয়াশিম, সাহিল ও রাহিলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করেছে।
এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে। সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার ঘটনা ক্রমশ বাড়ছে, যা সমাজে নতুন উদ্বেগের সৃষ্টি করছে।
স্থানীয়রা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও সহিংসতার ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে, যা যুবসমাজের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: