গাজা উপত্যকায় খাবারের সন্ধানে বেরিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শালান। মঙ্গলবার গভীর রাতে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে।
৪০ বছর বয়সী শালান ছিলেন ফিলিস্তিনি জাতীয় দলের অন্যতম পরিচিত মুখ। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় মেয়ের জন্য খাবার ও ওষুধ খুঁজতে বের হলে তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। ওয়াফা জানিয়েছে, শালানের মেয়ে মারিয়াম কিডনি ফেইলিউর ও রক্ত সংক্রমণে ভুগছিলেন।
‘দ্য আর্থকুয়েক’ নামে পরিচিত শালান জাতীয় দলের পাশাপাশি দেশটির একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। এর আগে “ফিলিস্তিনি পেলে” খ্যাত ফুটবল কিংবদন্তি সুলাইমান আল-ওবেইদকেও গাজায় সাহায্য পাওয়ার লাইনে দাঁড়িয়ে থাকার সময় হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই ঘটনার আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা হয়।
ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮০০’র বেশি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। খেলাধুলার অঙ্গনও এই যুদ্ধ, দুর্ভিক্ষ ও অবকাঠামো ধ্বংসের বড় শিকার। শুধু এ হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজারের বেশি। পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, চলছে চরম মানবিক সংকট।
উল্লেখ্য, গত নভেম্বরেই গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: