উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুলাভাই-শ্যালিকার পরকীয়া প্রেম ও পালানোর ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। পরে বিষয়টি আরও জটিল হয় যখন এর পরদিনই পালিয়ে যান দুলাভাইয়ের বোন ও শ্যালক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছরের এক যুবক দীর্ঘদিন ধরে তার ১৯ বছরের শ্যালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও যুবকের ছয় বছরের দাম্পত্য জীবনে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সম্পর্ক গোপন রাখার চেষ্টা করেও শেষমেশ গত ২৩ আগস্ট শ্যালিকাকে নিয়ে ঘর ছেড়ে পালান তিনি।
এ ঘটনার এক দিন পরেই নতুন কাণ্ড ঘটে। ওই যুবকের ১৮ বছরের বোনকে নিয়ে পালিয়ে যান তারই শ্যালক। টানা দুই ঘটনায় হতবাক হয়ে যায় উভয় পরিবার। পরে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে।
গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই উদ্ধার করে থানায় আনা হয়। উভয় পরিবারের উপস্থিতিতে সমঝোতায় পৌঁছানো হয়। ফলে আর কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
নবাবগঞ্জ থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা যুগলদের উদ্ধার করে উভয় পরিবারকে ডেকেছিলাম। কোনও ঝামেলা ছাড়াই ঠান্ডা মাথায় তারা বিষয়টির মীমাংসা করেছে। দুই পরিবারই সম্পর্ক মেনে নিয়েছে।”
ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: