পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেন জি আন্দোলনের চাপের মুখে সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তবে রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন স্থানে এখনো রাস্তায় অবস্থান করছেন বিক্ষোভকারীরা। পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালেও আন্দোলন থামেনি।
গত সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জানান, তরুণদের সঙ্গে সংলাপের জন্য ‘পরিসর তৈরির’ লক্ষ্যে সরকার ভেঙে দেওয়া হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট দূর করতে পদক্ষেপ নেওয়া হবে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।
তবে আন্দোলনকারীরা তার ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন। তারা ফেসবুক পেজে জানায়, প্রেসিডেন্ট ও সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা ছাড়া সংলাপ সম্ভব নয়। একই সঙ্গে রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানানো হয়।
এদিকে আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমাদের পানি চাই, আমাদের বিদ্যুৎ চাই, রাজোয়েলিনা পদত্যাগ করো।”
জাতিসংঘ জানিয়েছে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ আন্দোলনে এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত ও ১০০’র বেশি আহত হয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করে জানিয়েছে, জাতিসংঘের দেওয়া সংখ্যা গুজব ও ভ্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
সূত্র: আল-জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: