বিশ্বজুড়ে বসবাস, কাজ ও ভ্রমণের জন্য সেরা শহরগুলোর তালিকায় টানা ১১তম বারের মতো প্রথম স্থান দখল করেছে ব্রিটেনের রাজধানী লন্ডন। রেজোনেন্স কনসালটেন্সি ও ইপসোসের সহযোগিতায় প্রকাশিত ২০২৫–২৬ সালের বার্ষিক ওয়ার্ল্ডস বেস্ট সিটিস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
সামগ্রিক র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এ বছর ইউরোপীয় শহরগুলোর আধিপত্য থাকলেও শীর্ষ দশে জায়গা পেয়েছে মাত্র দুটি এশীয় শহর—চতুর্থ স্থানে টোকিও এবং ষষ্ঠ স্থানে সিঙ্গাপুর।
সেরা দশে থাকা অন্যান্য শহরগুলো হলো মাদ্রিদ (পঞ্চম), রোম (সপ্তম), দুবাই (অষ্টম), বার্লিন (নবম) এবং বার্সেলোনা (দশম)। পশ্চিম এশিয়ার মধ্যে সেরা শহরের স্থান ধরে রেখেছে দুবাই।
রিপোর্টে ১০ লক্ষের বেশি জনসংখ্যা সম্পন্ন ২৭০টিরও বেশি শহরের ওপর সমীক্ষা চালানো হয়। শহরের সামগ্রিক অভিজ্ঞতা—শিক্ষা, সংস্কৃতি, সংযোগ, নাইটলাইফ, নিরাপত্তা, জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও কর্মসংস্থানসহ নানা সূচকের ভিত্তিতে ‘প্লেস পাওয়ার স্কোর’ নির্ধারণ করে র্যাঙ্কিং করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এসব সূচকের সমন্বিত বিশ্লেষণে নির্ধারণ করা হয় কোন শহরগুলো বসবাস ও কাজের জন্য সবচেয়ে আরামদায়ক, নিরাপদ এবং সম্ভাবনাময়।
সূত্র: এনডিটিভি
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: