সিরিয়ায় নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশটির প্রতি নিষেধাজ্ঞা শিথিলের ধারায় কানাডাও যুক্ত হলো। সিরিয়াকে সন্ত্রাসবাদ সমর্থনকারী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে দেশটি। একই সঙ্গে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর সন্ত্রাসী সংগঠন পরিচয়ও প্রত্যাহার করেছে কানাডা।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগের প্রতি আস্থা রাখছে তারা।
২০১২ সালে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কঠোর অবস্থানের কারণে সিরিয়া গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই সময়ই কানাডা সিরিয়াকে সন্ত্রাসবাদ সমর্থনকারী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল। একইভাবে আল-কায়েদা-সংযোগের অভিযোগে দীর্ঘদিন এইচটিএস নিষিদ্ধ ছিল।
তবে গত ডিসেম্বর আসাদ-বিরোধী আন্দোলনের সফলতার পর ক্ষমতা নেয় আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই কয়েকটি দেশ এইচটিএস-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে।
যদিও কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে। কানাডা জানায়, সিরিয়ার ৫৬ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এর মধ্যে আছেন ক্ষমতাচ্যুত আসাদ সরকারের সাবেক কর্মকর্তা এবং আসাদ পরিবারের সদস্যরা।
সূত্র: এএফপি
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: