[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

কাতারে ইমামদের জন্য কিরাত প্রশিক্ষণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯

ফাইল ছবি

কাতারে ইমাম ও মুয়াজ্জিনদের কোরআন তিলাওয়াত আরও শুদ্ধ ও উন্নত করার লক্ষ্যে ‘আসানিদ’ শীর্ষক কিরাত প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তৃতীয়বারের মতো ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এই কর্মসূচির আয়োজন করেছে দেশটির ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়াহ ও ধর্মীয় নির্দেশনা বিভাগ। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ।

এবারের আসানিদ কর্মসূচিতে ৫০ জন ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করছেন। তারা হাফস আন আসিম রীতিতে কোরআন তিলাওয়াতের প্রশিক্ষণ গ্রহণ করবেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) থেকে অবিচ্ছিন্ন সনদের মাধ্যমে বর্ণিত এই কিরাত রীতিকে কোরআন তিলাওয়াতের অন্যতম নির্ভরযোগ্য ধারা হিসেবে গণ্য করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরআন তিলাওয়াতে আগ্রহ সৃষ্টি, তিলাওয়াতের মানোন্নয়ন এবং শুদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই তৃতীয়বারের মতো এই আসানিদ কর্মসূচি চালু করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন কিরাত বিষয়ে অভিজ্ঞ ও স্বীকৃত আলেমরা। এ জন্য ১০ জন বিশেষজ্ঞ কারি ও আলেমকে প্রশিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে, যাঁরা সবাই কিরাত শাস্ত্রে উচ্চতর সনদের অধিকারী।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারী ইমাম ও মুয়াজ্জিনরা যেন নির্ভরযোগ্য সনদভিত্তিক নির্ভুল কিরাত আত্মস্থ করতে পারেন, যা তাদের তিলাওয়াতের দক্ষতাকে আরও সুসংহত করবে। তৃতীয় আসানিদ কর্মসূচিতে বিশেষভাবে ইমাম ও মুয়াজ্জিনদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে অর্জিত দক্ষতা তারা মসজিদে তাদের দায়িত্ব পালনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন।

এ কর্মসূচির জন্য দাওয়াহ বিভাগ ২০২৫ সালের ২৪ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু করে, যা এক সপ্তাহ ধরে চলে। এতে কাতারের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০০ জন ইমাম ও মুয়াজ্জিন আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হামাদ বিন নাসের আল মিসনেদ মসজিদে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় তিলাওয়াতের শুদ্ধতা ও মুখস্থের দক্ষতাসহ স্বীকৃত বৈজ্ঞানিক মানদণ্ডের আলোকে মূল্যায়ন করা হয়।

সবশেষে উত্তীর্ণদের মধ্য থেকে সেরা ৫০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম ২০২৬ সালের ১১ জুন শেষ হবে।

সূত্র : গালফ টাইমস

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর