[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৭

ফাইল ছবি

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের রাজধানী তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, চলমান সহিংস পরিস্থিতির কারণে ইরানে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। সে কারণে যেসব অস্ট্রেলীয় নাগরিক সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অব্যাহত বিক্ষোভের কারণে দেশটিতে বিমান চলাচল বাতিল হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও সীমিত হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা একান্ত প্রয়োজনে সেখানে অবস্থান করবেন, তাদের পর্যাপ্ত খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম মজুদ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর