[email protected] বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় আকাশসীমা বন্ধ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৪

সংগৃহিত ছবি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনো সময় হামলা চালানো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধরনের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

এই উত্তপ্ত প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরানের প্রতিবেশী দেশ সৌদি আরব। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় তারা অংশ নেবে না এবং এ উদ্দেশ্যে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, সৌদি আরব সরাসরি তেহরানকে বার্তা দিয়েছে—ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের সঙ্গে তারা যুক্ত থাকবে না।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, ওয়াশিংটন যদি তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেয়ও, তবুও সৌদি আরবের মাটি কিংবা আকাশপথ হামলার কাজে ব্যবহার করা যাবে না।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মী ও নাগরিকদের জন্য অতিরিক্ত সতর্কতা জারির পরামর্শ দিয়েছে। বিশেষ করে সামরিক স্থাপনার আশপাশে চলাচলের ক্ষেত্রে আরও সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর